বিজুফুল ৭ম সংখ্যা উদ্ভোধন করেছেন রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ

Views: 6

স্টাফ রিপোর্টার :: আজ ০২ এপ্রিল সোমবার ১৯ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ সকাল ১০টায় রাঙামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিজুফুল বই এর ৭ম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) তার কার্যালয়ে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশনা বিজুফুল বই এর শুভ উদ্ভাধন করেন।
বিজুফুল ৭ম সংখ্যা আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করায় সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে পত্রিকাটির প্রধান উপদেষ্ঠা একেএম মকছুদ আহমেদ রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আনুষ্ঠানিকভাবে বিজুফুল এর ৭ম সংখ্যা শুভ উদ্ভোধনকালিন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর বিজুফুল প্রকাশনাকে স্বাগত জানান এবং বিজুফুল প্রকাশনার সাথে জড়িত সিএইচটি মিডিয়া পরিবারের সকলকে ধন্যবাদ জানিয়ে পহেলা বৈশাখ ১৪৩১ উপলক্ষ্যে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
এসময় সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবারের প্রধান উপদেষ্ঠা ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম ও বিজুফুল সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাঙামাটি অঞ্চল এর সহ সভাপতি রবীন্দ্র লাল বড়ুয়া, সাধারণ সম্পাদক শিক্ষক তপন কান্তি বড়ুয়া, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর বার্তা সম্পাদক জুঁই চাকমা, রাঙামাটি বড়ুয়া জনকল্যান সংস্থা ও বৌদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক উদয়ন বড়ুয়া, সাংবাদিক মিকেল চাকমা ও বাংলাদেশ ভুমিহীন সংহতির সদস্য মেকি চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।
এবারের বিজুফুল ৭ম সংখ্যায় সম্পাদকের সম্পাদকীয়, সিএইচটি মিডিয়া ডেস্ক রিপোর্ট বিজুফুল ষষ্ঠ সংখ্যা উদ্ভোধন করেছেন রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, কাজল রশীদ শহীন এর লেখা বাঙালির সার্বজনীন উৎসব : পহেলা বৈশাখ, সাইফুল হক এর লেখা বিপন্ন সভ্যতায় বিপন্ন নারী, এইচ এম প্রফুল্ল এর লেখা পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাস দমনে সেনা বিন্যাস ঢেলে সাজানো জরুরী (পার্বত্য নিউজ এর সৌজন্য), রাঙামাটি পার্বত্য জেলার ঝুম নিয়ন্ত্রণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহিদুল মিয়া’র লেখা বিজুফুল/ভিউফুল ও বিজু উৎসব দিনের কথা, বিজুফুল ৭ম সংখ্যা প্রকাশনাকে স্বাগত জানিয়ে রাঙামাটি পৌরসভা মেয়র এর শুভেচ্ছা, নির্মল বড়ুয়া মিলন এর লেখা নিজ বংশের সংক্ষিপ্ত ইতিহাস, স্মৃতি কথা এবং আমার দেখা রাঙামাটির ভুমি ব্যবস্থাপনা, দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ এর সংকলনে লেখা কেএনএফ’র কারণে বান্দরবানে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত, সমাহার ডটনেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এমএস হাবিবুর রহমান এর লেখা অনলাইনে হালালভাবে উপার্জনের সহজ কিছু পদ্ধতি, জাহাঙ্গীর কামাল এর লেখা ঐতিহাসিক প্রেক্ষাপটে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলো আদিবাসী নয় অভিবাসী (বার্তা লাইভ টুয়েন্টিফোর ডটকমের সৌজন্য), নির্মল বড়ুয়া মিলন এর লেখা চুক্তির মাধ্যমে তিনটি জনগোষ্ঠীর কাছে পার্বত্য চট্টগ্রাম সরকার কৌশলে লিজ দিয়েছেন, সিএইচটি মিডিয়া ডেক্স রিপোর্ট স্বাধীন বড়ুয়া নিশুর থাইল্যান্ড থেকে স্বর্ণপদক লাভ, জুঁই চাকমা এর লেখা পার্বত্যঞ্চলের মার্শাল আর্টম্যান নির্মল বড়ুয়া মিলন, সিএইচটি মিডিয়া ডেস্ক রিপোর্ট একনজরে ২০২৩ সালে রাঙামাটি লিগ্যাল এইড অফিসের কার্যক্রম, মেজর নাসিম হোসেন (অবঃ) এর লেখা কুকি আগ্রাসনের ঐতিহাসিক কারণ এবং বর্তমান প্রেক্ষাপট (সৌজন্য পার্বত্য নিউজ), সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক বিপ্লব বড়ুয়া বাপ্পির সংকলনে লেখা বড়ুয়া জাতির ইতিহাস, সিএইচটি মিডিয়া ডেস্ক রিপোর্ট রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন’র বাগান বাড়ি, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবারের সদস্যদের পরিচিতি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বিজুফুল প্রকাশনাকে স্বাগত ও গুরুত্বপূর্ণ কিছু ফোন নাম্বারসহ গুণী লেখকদের মূল্যবান লেখা এবং গবেষণা বিষয়ক লেখা এ সংখ্যায় রয়েছে।

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
ধনবাড়ীতে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন