বাংলা বাঙালি নববর্ষ – কামরান চৌধুরী
admin
প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৩, ৬:৪৪ অপরাহ্ন /
০
বাংলা আমার মুখের ভাষা, বাংলা আমার প্রাণ
এ ভাষাতে গেয়ে চলি জীবনের জয়গান।
বাংলা আমার শক্তি সাহস বাংলায় দৃঢ় টান
বাংলা মাঝে মিশে আছে জাতীয়তার ঘ্রাণ।
বাংলা আছে রক্ত কণায়, বাংলা শ্বাস প্রশ্বাসে
বাংলা জাগে বুকের ঘরে নিত্য সুবিশ্বাসে।
বাংলার গাছ লতা পাতা, ফুল ফল পাখি প্রজাপতি
সেকি মনোরম স্নিগ্ধ, মায়াময় নিসর্গ প্রকৃতি।
নেই ভেদাভেদ জাতি ধর্মের গলাগলি মিশে থাকা
ঋতুতে ঋতুতে উৎসব মেলা, বুকেতে আনন্দ ঝাকা।
হাজার বছরের গড়া ঐতিহ্য ও সংস্কৃতি
কেড়ে নিতে চায় রে, কোন সে দুস্কৃতি।
ধর্ম বেড়িতে ছিড়তে চায় জাতীয়তার বাঁধন
আত্ম সম্মান বাঁচাতে তবু হয় না কেন বোধন?
বাংলায় লেখি গল্প কথা কবিতা ও সুর
বিতাড়িত হোক শয়তান রূপী বিশ্ব অসুর।
জন্মেছি এ বাংলায়,
গর্বিত বাঙালি বাঙালিয়ানায়।
বাংলা মাঝে নাড়ির টান, স্নেহ প্রেম মমতার ঘ্রাণ।
বিশ্বমাঝে তুলে ধরি বাংলার সম্মান।
যতদিন এ দেহে শ্বাস ততদিন বাংলায় আবাস
বাংলাকে ভালোবেসে মরতে চাই হেসে হেসে।।
আজ প্রকৃতিতে ঝরে বসন্তের পাতা
মুছে নিয়ে জীর্ণ কষ্ট দুখ খাতা।
অতীতের গ্লানি মুছে নিয়ে যাক
অসুন্দর অশুভ নাইবা থাক।
আজ নববর্ষ,
হৃদয়ে হৃদয়ে শুধু হর্ষ।
নতুন দিন নতুন আলো
নতুন বছর কাটুক ভালো।
নতুন সুরে নতুন গান
নাচুক সবার মন প্রাণ।
দেহ মনে অনাবিল সুখ ঢেলে, শান্তি মৈত্রী নিরাকার
বৃত্ত ভেঙে ধর্ম-বর্ণ-গৌত্র-শ্রেণি, মিলে মিশে একাকার।।
আপনার মতামত লিখুন :