ঢল – মোঃ ইবাদুল হাসান (ইবু)


admin প্রকাশের সময় : মে ১৯, ২০২৩, ৯:৫৬ পূর্বাহ্ন /
ঢল – মোঃ ইবাদুল হাসান (ইবু)
দুর আকাশে মা যে এখন
তারার মেলায় ভাসে,
ইচ্ছে করে আমিও ভেসে
রই যে মায়ের পাশে।
ঘুম পারানী গানের সুরে
রূপ কথারই ছড়ায়,
মা যে আমায় ঘুম পরাতো
সুর ছন্দের দোলায়।
বর্গীরা আর নেইতো এখন
আসবেনা আর ফিরে,
খোকন সোনা ঘুমিয়ে পরো
ভয় কি খোকন ওরে।
এমনি করে সাহস দিয়ে
আদর মাখা হাতে,
সেই আদরে মায়ের খোকন
ঘুমিয়ে যেতো রাতে।
মায়ের আদর স্মৃতির মালা
এখন, কষ্ট নামের ঢল,
দুর আকাশে তাকিয়ে থাকা
দু-চোখ ভরা জল।