কেমন করে হবেন একজন আদর্শ শিক্ষক?


admin প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৩, ৪:০২ অপরাহ্ন /
কেমন করে হবেন একজন আদর্শ শিক্ষক?

শিক্ষকরা হলেন মানব সমাজের পথপ্রদর্শক। কোনো জাতির শিক্ষকরা সে জাতির মানসিক ও নৈতিক ভিত রচনাকারী। শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড, তবে শিক্ষকরা হচ্ছেন জাতির মস্তিষ্ক। মস্তিষ্ক যদি হয় সুস্থ ও বিকশিত, তবে গোটা দেহের সমস্ত কর্মকাণ্ডই হয়ে থাকে সুন্দর সুশোভিত। অপরদিকে মস্তিষ্ক যদি হয় অপুষ্ট, অসুস্থ, বিকৃত, তবে গোটা দেহের সমস্ত কর্মকাণ্ডই হয়ে থাকে বিকৃত ধিকৃত।

ইসলামের দৃষ্টিতে মানব জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা। প্রকৃত পক্ষে জ্ঞান ও শিক্ষা ছাড়া মুসলিম হিসেবেই জীবন যাপন করা যায় না। বিশ্বনবী (স.) বলেছেন, যিনি মানুষকে সত্য সুন্দর ও কল্যাণের শিক্ষা দান করেন, সৃষ্টি কূলের সবকিছু তার জন্যে স্রষ্টার দরবারে ক্ষমা ও করুণার প্রার্থনা জানাতে থাকে।

মূলত বলতেই হয় শিক্ষকরাই জাতির সর্বাধিক শ্রদ্ধার পাত্র, সর্বাধিক সম্মানের পাত্র। তাঁরা মহামান্য, তাঁরা মহাগণ্য। শিক্ষকরাই বিশ্বময় আলো ছড়িয়ে দিয়েছিলেন। তাঁরাই বিশ্বকে জ্ঞান-বিজ্ঞানের পথ প্রদর্শন করেছেন, সভ্যতার সৌন্দর্য বিলিয়েছেন। প্রতিনিয়ত বিলিয়ে যাচ্ছে।

সক্রেটিশ, প্লেটো ও এরিস্টোটলের মতো শিক্ষকরাই ইউরোপীয় সভ্যতার উদ্যোক্তা। বুদ্ধ ও কনফুসিয়াস প্রমুখ শিক্ষকগণই প্রাচীন প্রাচ্য সভ্যতার ভিত রচনাকারী।

আপনি ছোট বড় যে প্রতিষ্ঠানেই শিক্ষকতা করুন না কেন, নিজেকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে প্রমাণিত করুন। আপনি আদর্শ শিক্ষক হোন, প্রিয় শিক্ষক হোন। আপনি হোন সেইসব শিক্ষকের একজন, যারা সত্য ও সুন্দরের জ্যোতি ছড়িয়েছেন, যারা মানব সন্তানদের সৃষ্টির সেরা মানুষ রূপে গড়ে তুলেছেন। এটাই শিক্ষকের সৌন্দর্য। কিন্তু কেমন করে হবেন আপনি সেই সুন্দর শিক্ষক? একজন আদর্শ শিক্ষক? একজন ভালো শিক্ষক?

১. শিক্ষকতাকে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করুন। এ উদ্দেশ্য অর্জনের জন্যে মনস্থির করুন এবং মনকে অবিচল রাখুন।

২. শিক্ষকতাকে আপনার ইবাদত হিসেবে গ্রহণ করুন।

৩. নিজেকে সত্য সুন্দর ও কল্যাণের পথপ্রদর্শক হিসেবে প্রতিষ্ঠা করুন।

৪. নিজের পেশা ও বিষয়গত জ্ঞানকে প্রতিনিয়ত সমৃদ্ধ করুন।

৫. পেশাগত বুঝ ও ধারণাকে স্বচ্ছ ও স্পষ্ট ভাবে প্রকাশ করুন।

৬. সব সময় পেশাগত দক্ষতা অর্জন ও উন্নয়ন করুন।

৭. প্রশিক্ষণ নিন। প্রশিক্ষণে অংশ গ্রহণ করুন।

৮. শিক্ষার্থীদের ভালোবাসুন, আদর করুন, শাসনও করুন। সঠিক শিক্ষা দিন।

৯. শিক্ষার্থীদের ঈমান, আকীদা, বিশ্বাস, ধ্যান-ধারণা ও দৃষ্টিভংগিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং উন্নত ও মজবুত করার দিকে বেশি মনোযোগ দিন।

১০. জ্ঞান দানের সাথে সাথে শিক্ষার্থীদের সুন্দর চরিত্র, শিষ্টাচার ও মার্জিত রুচির অধিকারী করে গড়ে তুলুন।

১১. শিক্ষার্থীদের পার্থিব কল্যাণ ও উন্নতির পথ দেখাবার সাথে সাথে পরকালীন মুক্তি ও সাফল্যের পথও প্রদর্শন করুন।

১২. শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের বুঝতে দিন যে, আপনি তাদের পরম কল্যাণাকাংখী।

১৩. শিক্ষার্থীদের মানসিক, আত্মিক ও দৈহিক উন্নতি বিকাশ ও সুস্থতার প্রতি সমান গুরুত্বারোপ করুন ।

১৪. আপনি পুরুষ শিক্ষক হয়ে থাকলে ছাত্র ছাত্রীর পিতার এবং মহিলা শিক্ষক হলে ছাত্র ছাত্রীর মাতার ভূমিকা পালন করুন। আপনার সন্তাকে কোথায় দেখতে চান ভবিষ্যতে শিক্ষার্থীদের ঠিক সেই একই ভাবে দেখুন।

১৫. নিজেকে শুধু ক্লাশের শিক্ষক মনে করবেন না, বরং ছাত্র ছাত্রীদের সার্বক্ষণিক এবং পূর্ণাংগ শিক্ষক মনে করুন।

১৬. পড়াবার আগে নিজে হোম ওয়ার্ক করুন। পূর্নাংগ প্রস্তুতিসহ পড়ান এবং পাঠদান করুন।

১৭. পড়া দিন, পড়া নিন এবং ছাত্রছাত্রীদের সহযোগিতা করুন।

++
১৮. নিজেকে সুস্থ, পরিপক্ক, ব্যক্তিত্ববান ও প্রিয় শিক্ষক/শিক্ষিকা হিসাবে গড়ে তুলুন।

১৯. মনে রাখবেন, নিজের মধ্যে জ্ঞানগত, পেশাগত, নৈতিক ও চারিত্রিক দুর্বলতা লালন করে বিশেষ করে নৈতিক চারিত্রিক দুর্বলতা লালন করে কিছুতেই শিক্ষকের মর্যাদা রক্ষা করা যায় না। কখনো পারবেনও না।

২০. নিজেকে জ্ঞান, প্রজ্ঞা এবং নীতি ও আদর্শের মডেল হিসেবে সবার কাছে পেশ করুন।

২১. নিজের রুচি প্রকৃতি, মেজাজ, আচার ব্যবহার, চরিত্র ও শিষ্টাচারকে সুন্দর, পরিচ্ছন্ন ও অনুকরণীয় করে সবার সামনে পেশ করুন।

২২. নিজেকে সুনাগরিক গড়ার কার্যকর ব্যক্তিত্বে পরিণত করুন। শিক্ষা প্রতিষ্ঠানকে সুনাগরিক গড়ার কারখানা বানান ।

২৩. নিজেকে কেন্দ্র করে ছাত্রদের জন্যে জ্ঞান, বিজ্ঞান ও আদর্শ চর্চার এক সুন্দর ও মোহময় পরিবেশ গড়ে তুলুন।

২৪. সততা, শৃংখলা ও সৌন্দর্য প্রিয়তার ভূষণে নিজেকে ভূষিত করুন। অনাড়ম্বর জীবন যাপন করুন।

২৫. ধৈর্য, সহনশীলতা, সাহস, দৃঢ়তা, সেবা, সহানুভূতি, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, উদারতা, মহানুভবতা, ত্যাগ, তিতীক্ষা, বিনয়, বিবেক- বিবেচনা, নিষ্ঠা, নিঃস্বার্থপরতা প্রভৃতি মহত গুণাবলীতে নিজেকে সুসজ্জিত করে রাখুন।

মানুনূর রশিদ
বার্তা সম্পাদক
নিউজ সমাহার,
ই-মেইল: newssamahar@gmail.com
নিউজ সাইট: www.newssamahar.com