যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যায় পরিচালিত অভিযানের বিশেষ মুহূর্তটি আমি কখনোই ভুলতে পারব না।’ ২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি ভবনে অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করে মার্কিন বাহিনী। ওই অভিযানের দশম বর্ষপূর্তিতে জো বাইডেন এমন মন্তব্য করেছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, লাদেনের নিহত হওয়ার এক দশক পূর্তিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। আত্মগোপনে থাকা লাদেনের সন্ধান পাওয়ার বিষয়ে বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমরা বিন লাদেনকে নরকের দরজা পর্যন্ত অনুসরণ করেছিলাম- এবং আমরা তাঁকে পেয়েছি।’
বাইডেন আরও বলেন, ‘৯/১১-এর ঘটনায় যারা আপনজন হারিয়েছেন, আমরা তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, যারা ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁদের কখনোই ভুলব না এবং যুক্তরাষ্ট্রের মাটিতে এই রকম আরও হামলার ঘটনা প্রতিহত করা হবে। আমরা সেই প্রতিশ্রুতি রেখেছি।’ তিনি বলেন, ‘হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে দেখা ওই মুহূর্তটি আমি কখনোই ভুলব না।’
.com, .net, .org, .me, .media, domains, .computer, .digital, .ltd, .school, .university, .clinic, .tv, xyz, .help সহ আরো প্রায় ১৫০০ নতুন ডোমেইন পাওয়া যাচ্ছে । স্বল্প মূল্যে আপনার পছন্দের ডোমেইনটি রেজিঃ করার এখনই সুবর্ণ সুযোগ। ৳ ৪৯ টাকার অফারটি শুধুমাত্র ১ম বছরের জন্য ও বাংলাদেশ সরকার অনুমোদিত কোম্পানি , এনজিও , ফাউন্ডেশন, সংস্থা, ব্যবসা প্রতিষ্ঠান এর ক্ষেত্রে প্রযোজ্য।
আমরা যে সকল ওয়েবসাইট ও সফটওয়্যার তৈরি করে থাকিঃ
✪ কোম্পানীর ওয়েবসাইট ✪ মুদির দোকান ম্যানেজমেন্ট সফটওয়্যার
✪ নিউজ পেপার ওয়েবসাইট ✪ ট্র্যাভেল এজেন্সি উইথ প্যাকেজ বুকিং সফটওয়্যার
✪ ফ্যাশন হাউসের ওয়েবসাইট ✪ পয়েন্ট অফ সেল, টিকেট বুকিং সফটওয়্যার
✪ ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ✪ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ম্যানেজমেন্ট সফটওয়্যার
✪ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজ্ম ওয়েবসাইট ✪ ব্লাড ডোনেসন ম্যানেজমেন্ট সফটওয়্যার
✪ বিউটি পার্লার এবং জিমের ওয়েবসাইট ✪ ইনভেন্টরী এন্ড স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যার
✪ ফাইনেন্সিয়াল এসোসিয়েশন ওয়েবসাইট ✪ গার্মেন্টস ম্যানেজমেন্ট সফটওয়্যার
✪ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানী ওয়েবসাইট
আরো জানতে ও সেবা পেতে এখুনি রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।
আকর্ষণীয় কমিশনে রিসেলার ও সেলার সেন্টার দেয়া হচ্ছে…
⌂ প্রধান কার্যালয়ঃ সিকদার প্লাজা (১ম ও ২য় তলা), লতাপাতা বাজার, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০
মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ support@samaharsoft.net
আশা করি এই পোস্টটি আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছি। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…
আপনার মতামত লিখুন :