স্বাধীনতা – কাজী হাবিবুর রহমান


admin প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৩, ৩:০০ অপরাহ্ন /
স্বাধীনতা – কাজী হাবিবুর রহমান

স্বাধীনতা আছে শুধু দেশের

নয়তো কোনো মানুষ স্বাধীন হয়,
মানুষ স্বাধীন হয়ে গেলে তবে
স্বাধীনতার হবে পরাজয়।

পারি-বারিক নিয়ম-কানুন আছে,
আছে সমাজবদ্ধ কিছু নীতি,
মানুষ হয়ে মানতে হবে সবি
মানতে হবে সবি যথারীতি।

দেশের আছে সংবিধানের ধারা
মানতে হবে থাকতে হলে দেশে,
ধর্ম-কর্মের অনুশাসনগুলি
মানতে হবে তাও ভদ্রবেশে।

তবে তোমার কোথায় স্বাধীনতা
নিয়ম-নীতির শিকল পড়া পায়,
স্বাধীনতা করে স্বেচ্ছাচারী,
এমন স্বাধীন ক’জন হতে চায়।

তাইতো বলি মানুষ স্বাধীন নয়,
স্বাধীন শুধু দেশটা হতে পারে।
স্বেচ্ছাচারী হলে পরে কেউ
শাসন যাতে করতে পারে তারে।