আপনি জানেন কি? ডায়াবেটিস চিকিৎসায় পুরোপুরি ভালো হচ্ছে…
নিউজ সমাহার
প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৩, ৫:৪২ অপরাহ্ন /
০
আপনি জানেন কি? ডায়াবেটিস কেনো হয়?
আপনার শরীর যখন রক্তের সব চিনিকে (গ্লুকোজ) ভাঙতে ব্যর্থ হয়, তখনই ডায়াবেটিস হয়। বর্তমানে পৃথিবীতে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৪২ কোটিরও বেশি। WHO এর তথ্য অনুযায়ী ৩০ বছর আগের তুলনায় এই সংখ্যা এখন চার গুণ বেশি।
আপনি জেনে আনন্দিত হবেন যে, ডায়াবেটিস রোগ চিকিৎসা সেবায় সম্পূর্ণ ভালো হচ্ছে। দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছে নিকস্টেপস হেল্থকেয়ার। আপনার পরিচিত কারো ডায়াবেটিস রোগ হয়ে থাকলে তাকে তথ্য দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি চিকিৎসা সেবা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, ইনশাআল্লাহ!

স্বাস্থ্য বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করুন: সুস্বাস্থ্য প্রতিদিন, কি করবেন জেনে-বুঝে নিন?
অবশ্যই নিরিয়াল দিয়ে সময় জেনে আসবেন: 01611145788

লতাপাতা প্লাজা (২য় তলা), লতাপাতা বাজার, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০

01711113852, 01910112983, 01911187276
আপনার মতামত লিখুন :