ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


নিউজ সমাহার প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৩, ১০:৪৩ অপরাহ্ন /
ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মোঃ হাইউল উদ্দিন খান: ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ নভেম্বর) বেলা ১০ টায় স্কুল হল রুমে বিদ্যালয়ের লেখাপড়া ও সার্বিক মান আরও উন্নয়নে অভিভাবকদের সূনিশ্চিত ও মতামতের উপর গুরুত্ব দিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেনের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধাণ গবেষণা ইন্সটিটিউটের মহা পরিচালক ডাঃ মো. শাহজাহান কবির।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ধাণ গবেষণা ইন্সটিটিউটের প্রশাসনিক কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ ও স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। স্কুলের লেখাপড়ার মান আরও উন্নয়নের জন্য ও নৈতিক শিক্ষার উপর অভিভাবকরা বিভিন্ন মতামত প্রকাশ করেন।
অভিভাবকদের মতামত মহাপরিচালক সাহেব গুরুত্ব সহকারে শুনেন এবং বিভিন্ন মতামতের উপর গুরুত্ব দিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের দিক নির্দেশনা দেন এবং অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন আপনাদের সন্তান মানে আমার সন্তান। বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য এবং ছাত্র ছাত্রীদের সকল সুবিধা অসুবিধা পর্যবেক্ষন করি এবং নির্দেশনা দিয়ে থাকি।
উক্ত অনুষ্ঠানে  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ছাত্র ছাত্রীদের সার্বিক লেখাপড়ার মান ও নৈতিক শিক্ষার সহযোগিতায় অভিভাবকদের সাহায্য কামনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।