চেনা সুখ – কামরান চৌধুরী
নিউজ সমাহার
প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৩, ৯:৪৪ অপরাহ্ন /
০
চতুষ্কোণ প্রাঙ্গন চকচক করে আলোর কিরণে
চকিত চাহনিতে ঘড়িয়াল চায় এদিক ওদিক
চক্রবালে আকাশ নেমেছে যেথা চোখ সেথা ধায়
চঞ্চলিয়া প্রাণ তার তরে যায় ।
চিকচিক করে বালুরাশি চিরধরা চরে
চিচিংগা ক্ষেত পাশে লাঙল চষে চাষি
চঞ্চল চড়ুই সেথা ঝাক বেঁধে আসে
চখাচখি চটুল ছন্দে হেঁটে যায়
চমকে চনমনে ওঠে মন, আবার চলছে গুটি পায়।
চাঁপা ফুলের শোভায় চিত্ত বাজছে মোহন সুরে
চারুনেত্র প্রেয়সী যায়, চিবুকে চিকন তিলক।
চৈত্র শেষে চোখাচোখি, যুগল প্রণয় জোয়ারে ভাসে
চিনচিন করে বুক, চিন্তামগ্ন মন চিরঞ্জীবের তরে।
চিরান্ধ মন যেন চিহ্নিত চির চেনা সুখ খোঁজে।
চেরাগ জ্বলে মনের চোখে
চির চেনা পথে চেতন আসে
চুড়ি পড়ে চটুল ছন্দে প্রেয়সী যায়।
চুপিচুপি বাতাস চুমু দেয় গায়।
চুলগুলো ওড়ে চুলবুল করে
চুরি যাওয়া সময় বন্দি চারদেয়ালে।
চন্দ্রালোকে দেখি শুভ্র মেঘগুলো চুপিচুপি চিঠি দিয়ে যায়
চলতে চলতে চিরচেনা মুখ মনে পড়ে যায়।
চির সাথী চিরকালের বন্ধু, প্রকৃতিতে মিশেছে আজি
চেনা পথ ধরে নিসর্গ রস চেটেপুটে খায় সাধু সাজি।।
আপনার মতামত লিখুন :