গাজীপুর মেট্রোপলিটন কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সোয়েটার-কার্ডিগান বিতরণ


নিউজ সমাহার প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৩, ১০:৩৬ অপরাহ্ন /
গাজীপুর মেট্রোপলিটন কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সোয়েটার-কার্ডিগান বিতরণ

মোহাম্মদ মনজুরুল হক গাজীঃ গাজীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গাজীপুর মেট্রোপলিটন কলেজের ১৫ শত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে সোয়েটার ও কার্ডিগান বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) কলেজের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো.মুকছুদুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ সোহরাব হোসেন, কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, উপাধ্যক্ষ বেলায়েত হোসেন এবং অন্যান্য অধ্যাপকমন্ডলী।

সোয়েটার ও কার্ডিগান বিতরণের সময় বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার বক্তব্য বলেন,–“তোমরা ভালো রেজাল্ট করলে, ভালো মানুষ হলে, জীবনে প্রতিষ্ঠিত হলে আমরা গর্বিত হই। তোমরা পড়ালেখার মাধ্যমে সুনাগরিক হও, দেশের সম্পদ হও,মুক্তিযুদ্ধের অসম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে সচেষ্ট হও”।