কাপাসিয়ায় ত্রিমোহনী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন


নিউজ সমাহার প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৩, ১০:০৭ অপরাহ্ন /
কাপাসিয়ায় ত্রিমোহনী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন

মোহাম্মদ মনজুরুল হক গাজী: গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ত্রিমোহনী  বাজারে ২৯ অক্টোবর, রোববার দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে।উদ্বোধন উপলক্ষে ত্রিমোহনী বাজারের হাতিরদিয়া রোডের গিয়াসউদ্দিন মার্কেটে এজেন্ট শাখার নতুন অফিসে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জ্ঞানকোষ লাইব্রেরীর স্বত্ত্বাধিকারী এজেন্ট আউটলেটের এজেন্ট মো.সাইফুল ইসলামের পরিচালনায় এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-কাপাসিয়া শাখার ব্যবস্থাপক মো.ইউসুফ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান-গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মো.আমানত হোসেন খান।

ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নাজমুল ইসলাম মোল্লা অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ফকির, সহকারী অধ্যাপক মোহাম্মদ মনজুরুল হক গাজী, ত্রিমোহনী বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, বর্ণমালা কলেজের সভাপতি মো.রহমত উল্লাহ প্রমুখ।

ইসলামী ব্যাংক-কাপাসিয়া শাখার অধীনে পরিচালিত নতুন এই এজেন্ট আউটলেটের উন্নতি- সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন ইসলামী ব্যাংক-কাপাসিয়া শাখার প্রিন্সিপাল অফিসার মো.আব্দুর রউফ। শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে এই এজেন্ট আউটলেটের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংক কাপাসিয়া শাখার অফিসার আকরাম হোসাইন, ইসলামী ব্যাংক ত্রিমোহনী আউটলেটের ক্যাশ অফিসার ইমদাদুল্লাহ, ত্রিমোহনী বাজারের ব্যবসায়ীরাসহ এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।