বাজিমাত -মোঃ ইবাদুল হাসান (ইবু)
নিউজ সমাহার
প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৩, ১১:০৮ অপরাহ্ন /
০
কর্পোরেশনের ড্রেন,
এডিস মশা বংশ বাড়ায়
করবে কে নিয়ন্ত্রণ?
মশারা সব হেসে বলে
দেখো মোদের সংখ্যা,
দলে ভারী আমরা এখন
নেইতো কোন শঙ্কা!
হুল ফুটিয়ে ডেঙ্গু জ্বরে
করবো কুপোকাত,
দেখবে তখন বুঝবে মজা
কেমন বাজিমাত!
থাকবেনা কেউ ঘরে আর
হাসপাতালের বিছানায়,
জ্বরের ঘোরে পরে থেকে
যন্ত্রনাতে কাতরায়।
সূযোগ বুঝে কিছু মানুষ
গড়ে তোলে সিন্ডিকেট,
আকাল এখন সব কিছুতে
বাদ যায়নি মেডিসিনের মার্কেট।
আপনার মতামত লিখুন :