আপনাকে লক্ষ্য অর্জন থেকে ২৬ টি ভুল দূরে ঠেলে দিবে


নিউজ সমাহার প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ন /
আপনাকে লক্ষ্য অর্জন থেকে ২৬ টি ভুল দূরে ঠেলে দিবে

আপনি যখন আপনার জীবনে চলমান পরিস্থিতি নিয়ে অনেক বেশী বিরক্ত আর হতাশ থাকেন তখন অন্য জনের ফাঁদে পড়া খুবই সহজ হয়ে দাঁড়ায় কিন্ত পরবর্তীতে এর জন্য নানাবিধ সমস্যার ও মুখোমুখি হতে হয়।

হতাশ, দুশ্চিন্তাগ্রস্ত থাকা অবস্থায় যে কোনো ব্যাক্তি নিজের বড় ক্ষতি পর্যন্ত করে ফেলতে পারে।আপনি সহজে আপনার মূল্যবান সময়, অর্থ এবং মূল্যবান বস্তু হারিয়ে ফেলতে পারেন,যা কিনা আপনার সফলতা থেকে আপনাকে সরিয়ে নিতে পারে।

২৬ টি ভুল যা কিনা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করবেঃ

১.  আপনি যদি আপনার লক্ষ্য পুরণে যথেষ্ট চেষ্টা না করেন তাহলে এটা হবে আপনার জীবনের প্রথম ভুল। এর জন্য আপনাকে জীবনে কড়া মূল্য দিতে হতে পারে।

২. অতিরিক্ত সাবধানতার সাথে চলা আরেকটি ভুল।উন্নতি হচ্ছে আপনার সাহসীকতার পরিচয়।

৩. অতিরিক্ত সহজ,দ্রুত এবং ফ্রী এর পিছনে যাওয়া হলো আরেকটি বড় ভুল। এই ভুলের মাধ্যমে জীবনে অনেক বড় বড় বিপদ আসতে পারে।

৪. সেক্রিফাইস ছাড়া সফলতা অর্জন করবেন ইহা ভাবা আরেকটি ভুল।জীবনে সফল হতে সেক্রিফাইস করতেই হবে।

৫. আপনি যে লক্ষ্য অর্জন করতে চান,সেই লক্ষ্য অর্জনে আপনাকে যদি কেউ সাহায্য করতে চায় এবং আপনি সাহায্য না নেন তাহলে এটি হবে আপনার আরেকটি ভুল। নিজের লক্ষ্য নিজেকেই পূর্ণ করতে হবে।

৬. আপনার সফলতায় আপনার থেকে অন্য কেউ বেশী খেয়াল রাখুক এমন চিন্তা করা আরেক টি ভুল হবে।নিজেকে উৎসাহিত রাখা আপনার নিজের দায়িত্ব। অন্য জন কেন করবে??

৭. ব্যর্থ হয়েছেন ভেবে নিজে ছোট হওয়ার থেকে ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া ভালো।যদি আপনি শিক্ষা না নিয়ে নিজেকে ছোট/ ব্যর্থ ভাবতে থাকেন তাহলে এটা আপনার আরেকটি ভুল হবে। মানুষ মাত্রই ভুল হয়।

৮. আপনার জীবনের লক্ষ্য পূরণের জন্য অন্য কেউ কাজ করবে এমন ভাবা ভুল হবে।আপনাকে একাই সব কাজ করতে হবে এইখানে কেউ আসবে না সাহায্য করতে। নিজেই নিজেকে সাহায্য করতে হবে।

৯. আপনি যা বলেন নি বা যে কাজ করেন নি সে বিষয়ে অন্য মিথ্যা বললে আপনি যদি চুপ থাকেন তাহলে ইহা হবে আপনার জীবনের একটি বড় ভুল।

১০. খারাপ সময়ে আপনি যদি আসন্ন সম্ভাবনা না দেখতে পারেন তাহলে ইহা হবে আপনার আরেকটি ভুল।

১১. আপনি যদি আপনার বড় উদ্দেশ্য কে ছেড়ে দিয়ে শুধু টাকার পিছনে দৌড়ান তাহলে এটা হবে আপনার আরেকটি ভুল।

১২. অন্যেরা আপনাকে নিয়ে কি ভাবে,কি কথা বলে এই বিষয়ে চিন্তা করা হবে আরেকটি ভুল। অন্যরা কি বলে না বলে এই নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো দরকার নেই।

১৩. আপনি যতই চালাক আর বুদ্ধিমান হোন না কেন এটা ভাবা বোকামি হবে যে আপনি একসাথে অনেক কাজ করে ফেলতে পারবেন এবং সফলতা লাভ করবেন। এটা হবে আপনার আরেকটি ভুল।

১৪. আপনার অবস্থার জন্য অন্যকে দায়ী করা হবে আরেকতা ভুল। নিজের অবস্থা আর ভুলের দায়ভার নিতে শিখুন।

১৫. সবাই যে এগিয়ে যাচ্ছে ইহা ইগনোর করা যাবে না।নিজের শূন্যতা কে অনুভব করেন এবং তাকে কাজে লাগান। ভালো কিছু হবে।

১৬. ইহা ভাবা ভুল হবে যে সবাই আপনার মত চিন্তা করে। এমন কখনো সম্ভব ও না।

১৭ আপনার সিদ্ধান্তের মাঝে আপনার অনুভূতি কখনো আনবেন না । মাঝে মাঝে অনুভুতি নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ।

১৮. এটা ভাবা ভুল হবে মানুষ আপনাকে কি হতে দেখতে চায়। আপনি নিজে যা চান তাই করেন।তাই হওয়ার চেষ্টা করুন।

১৯. আপনার মানসিক শক্তি ব্যবহার করে যে কেউ আপনার খারাপ করবে না এমন ভাবা আপনার জন্য আরো একটি ভুল হবে। আপনার দুর্বলতাগুলো প্রকাশ না করাই উত্তম।

২০. আপনি কখনো সবাই কে একসাথে খুশি করতে পারবেন না ,আপনি যদি এমন করার চেষ্টা করেন তাহলে তা হবে আপনার বোকামি।

২১. আপনার আশেপাশের মানুষ যদি হুবহু আপনার মত হয় তাহলে আপনি কখনো কিছু শিখতে পারবেন না। আপনি যদি নিজের থেকে ভিন্ন কোনো মানুষের সাথে মেলামেশা করেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন।

২২.  আপনি কি করবেন আর আপনার কি করা উচিত ইহা যদি বাইরের মানুষ বলে এবং আপনি মেনে চলেন তাহলে তা হবে আপনার বড় ভুল।আপনি কি করবেন তা আপনি নিজেই ঠিক করুন।

২৩. জিদ খুবই খারাপ একটি জিনিস।যে চিন্তা ভাবনা বদলানো উচিত সে চিন্তা ভাবনা যদি না বদলান তাহলে আপনার ভুল হবে। আপনাকে অবশ্যই নিজের ভালো বুঝে চিন্তা ভাবনা বদলানোর মন মানসিকতা থাকতে হবে।

২৪. অন্যরা আপনাকে কোন অবস্থানে দেখতে চায় এই ভেবে যদি এগিয়ে যান তাহলে ইহা আপনার ভুল হবে।নিজের লক্ষ্যের উপর ফোকাস করে এগিয়ে চলুন।

২৫. নিজের সাথে সৎ না থাকা হবে আপনার আরেকটি ভুল।আপনি সবার সাথেই মিথ্যা বললেও নিজের সাথে কখনো মিথ্যা বলতে পারবেন না।

২৬. আপনি যদি এটা মনে করেন যে সব কিছু সবসময় পারফেক্ট হওয়া সম্ভব তাহলে এটা হবে আপনার সফলতার পথে সবথেকে বড় বাঁধা।

আপনি যদি এসব ভুল থেকে শিক্ষা নিতে চান তাহলে মনে করবেন ইহা ছিলো আপনার অতীতে করা অনেক  বড় ভুল। এর পরের প্রতিটা পদক্ষেপ অনেক ভেবে চিন্তে নিতে হবে।

অন্যের পরামর্শ মেনে চোখ বন্ধ করে চলা অনেক বেশী সহজ কিন্ত এর বিপরীতে আপনি যে ফল লাভ করেন তা মোটেও সুখকর হয় না।

এ থেকে আমরা শিখলাম আমাদের যারা উপদেশ দিচ্ছে তার হয়তো আমার মতো অনেক কিছুই জানে না। তাই সবাই যা বলে তাই বিশ্বাস করা বন্ধ করন।