আজকে আমার জন্মদিন- কামরান চৌধুরী


নিউজ সমাহার প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৩, ৯:০৭ পূর্বাহ্ন /
আজকে আমার জন্মদিন- কামরান চৌধুরী
আজকে আমার জন্মদিন,
ফুল বার্তায় শুভেচ্ছা দিন।
মনের পর্দায় কত ছবি
বসন্ত সৌরভে জাগে রবি।
আসলো বাণী আসলো ফুল
হৃদয় নাচে দোদুল দুল।
অঞ্জলি ভরা ফুলের ডালি
মুছিয়ে দিল দুঃখ কালি।
কথার ছন্দ হাসি আনন্দ
জাগালো বুকে সুর অনিন্দ্য;
রংধনু রং মেখে মেখে
একসাথে হই সুখে দুখে।
ভালোবাসা শুধু ভালোবাসা
জীবন ভর এটুকু আশা।
এমনি করে জীবন ভেলা
যাকনা কেটে বাকিটা বেলা।
আজকে আমার জন্মদিন
হৃদয় কোণে আনন্দ বীণ;
তোমাদের এ অনন্ত ঋণ
ভালোবাসা থাক অমলিন।
ভালোবাসায় ভালোবাসায়
পরাগ মেখে মন রঙিন।
তোমাদের বুকে চিরদিন
আগলে রেখো বন্ধু জমিন।।