একটা ছোট্ট আবদার -বিনীতা দত্ত


নিউজ সমাহার প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৩, ৫:০৯ অপরাহ্ন /
একটা ছোট্ট আবদার -বিনীতা দত্ত
আমার জানলার সামনে যদি
একটা পাহাড় কিনে বসাতে পারতাম
ভালবাসা কারে কয় বুঝিয়ে দিতাম
পাহাড় সমান এত বড় মন কজনের আছে
একই অঙ্গে এত রূপ পাবে না কেউ খুঁজে ।
আমার প্রেম, আমার ভালবাসা
সব ওই পাহাড় কে ঘিরে
জীবনে যতই সমস্যা আসুক সব গলে জল পাহাড় দেখলে
কিছুটা রং ধার নিয়েছি আমার স্বপ্ন রাঙাবো বলে।
রাশি রাশি মেঘগুলো যখন পাহাড়কে ঘিরে থাকে বড্ড হিংসে হয়
ওদের এত কি বলার আছে ভেবে অবাক হই
আমার ভালোবাসায় নেই কোন খাদ কি করে বোঝাই তাকে
আমার সময় কাটে তোর কথা ভেবে
তাইতো চোখের আড়াল চাইনা করতে তোকে।
দিনের প্রথম আলোয় আলোকিত
হয়ে তুই অনন্য
সেই রূপে রোমাঞ্চিত হয়ে আমি যে ধন্য
চাইনা আমি খরস্রোতা নদী, চাইনা সাগরের প্রলয় ,
গর্জন চাই শুধু শান্ত পাহাড়ের ভালোবাসায়
ডুবে থাক আমার প্রাণ মন।
তাইতো তোকে বার, বার চোখে হারাই
ঘুম ভেঙেই যেন চোখের সামনে
দেখতে পাই
দু চোখ ভরে দেখবো তোকে নানান রূপে
আমার সবটুকু উজাড় করে দেব তোকে সঁপে।