নারায়ণগঞ্জে আইনজীবী ছাড়াই জামিন পেলেন আসামি


সাদিয়া আফরিন মৌ প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৩, ২:৫৮ অপরাহ্ন /
নারায়ণগঞ্জে আইনজীবী ছাড়াই জামিন পেলেন আসামি

নারায়ণগঞ্জ আদালতে আইনজীবী ছাড়াই একজন আসামি জামিনে মুক্তি লাভ করেছেন। সদর থানার নয়াপাড়া তারা মসজিদ এলাকার আব্দুস সাত্তারের ছেলে বাবুকে কোন আইনজীবী ছাড়াই জামিনে মুক্তির আদেশ প্রদান করেন আদালত।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চম আদালতের বিচারক (সিনিয়র ম্যাজিস্ট্রেট) মোনালিসা সনি ১৮৯৮ সনের ফৌজদারী কার্যবিধির ৪৯৬, ৪৯৭ ও ৪৯৯ ধারার (পি) ৬১ ক্রিমিনাল রুলস এন্ড অর্ডারসের প্রদত্ত ক্ষমতাবলে বুধবার (২৭ সেপ্টেম্বর) এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. হাবিবুল্লাহ (মমিন) জানান, ফতুল্লা থানার গ্রেফতার আসামি মো. বাবু আদালতে দাঁড়িয়ে কোন আইনজীবীর সহযোগিতা ছাড়াই নিজে মৌখিকভাবে জামিনের আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করে মুক্তির আদেশ দেন।

নারায়ণগঞ্জ আদালত পাড়ায় এই প্রথম এরকম জামিনের ঘটনা ঘটলো। এতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ বিচারপ্রার্থীরা। এসময় তার বিচারকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আদালত সূত্রে জানা গেছে, ৪ গ্রাম গাঁজা রাখার অপরাধে আসামী বাবু গত ২০ ফেব্রুয়ারি থেকে হাজতবাস করছিলেন। সরকারিভাবে আইনগত সহায়তা গ্রহণের বিষয়ে তিনি অবগত নন।

আসামির পিতা-মাতা না থাকায় সে কোন আইনজীবীও নিয়োগ করতে পারেনি। এসময় আদালত আসামির দীর্ঘ হাজতবাস ও মানবিক দিক বিবেচনা করে নিজ জিম্মায় তাকে জামিন প্রদান করে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি ফতুল্লা থানার কাশীপুর খিল মার্কেট এলাকার মো. নুর আলম নুরু বাদী হয়ে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা দায়ের করেন।

একই দিনে বাবুকে গ্রেফতার করে ফতুল্লা থানায় সাব ইন্সপেক্টর সৈয়দ আজিজুল হক। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। আদালত আসামীকে জেল হাজতে আটকের আদেশ দিলে দীর্ঘ সময় সে জেল হাজতেই ছিলো।

বুধবার মামলার তারিখের ‍দিন আসামি বাবুকে আদালতে হাজির করা হলে সে মৌখিকভাবে আদালতের কাছে জামিন প্রার্থনা করে। এসময় আদালত তার আবেদন মঞ্জুর করে মুক্তির আদেশ দেয়।

 

ঘোষণা 

মামলা, লাইসেন্স ও ডকুমেন্টস সংক্রান্ত সেবা সমূহ

লাইসেন্স সংক্রান্ত সেবা সমূহ:

✪  ট্রেড লাইসেন্স  ✪ইনডেন্টিং  ✪ ফায়ার ✪ কলকারখানা
✪ কাস্টমস ✪ ইআরসি ✪ আইআরসি ✪ ই-টিন সার্টিফিকেট
✪ ভ্যাট ✪ এসোসিয়েশন মেম্বারশীপ  ✪ লিমিটেড কোম্পানি গঠন
✪ পার্টনারশীপ কোম্পানি গঠন  ✪ সকল লাইসেন্স নবায়ন ইত্যাদি

 ডকুমেন্টশন সংক্রান্ত সেবা সমূহ:

✪ প্রজেক্ট প্রোফাইল  ✪  ব্যক্তি ট্যাক্স রিটার্ন ফাইলিং   ✪  একাউন্টিং ও অডিট
✪ কাস্টমস অডিট         ✪ মাষ্টার এলসি ট্রান্সফার          ✪ ভ্যাট রিটার্ন ফাইলিং
✪ কোম্পানি ট্যাক্স রিটার্ন ফাইলিং     ✪ জয়েন্ট স্টক কোম্পানির রিটার্ন ফাইলিং ইত্যাদি

মামলা সংক্রান্ত সেবা সমূহ :

✪ শ্রমিক ও মজুরী সংক্রান্ত মামলা
✪ ট্যাক্স, ভ্যাট এবং কাস্টমস মামলা
✪ ট্রেডমার্কস ও দলিল জালিয়াতির মামলা
✪ ব্যক্তির বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত (ফৌজদারি/ক্রিমিনাল মামলা)
✪ পারিবারিক আইন (যেমন উত্তরাধিকার, বিবাহ, তালাক, মোহরানা, খোরপোষ ইত্যাদি)
✪ জমিজমা সংক্রান্ত, ব্যবসায়িক জটিলতা, অর্থ ঋণ/পাওনা উদ্ধার, চুক্তি ভংগসহ যাবতীয় দেওয়ানি মোকদ্দমা

পাঠকের প্রশ্ন, বিশেষজ্ঞের উত্তর –
যে কোন আইনি সেবা পেতে আপনার নাম-ঠিকানা, মোবাইল নাম্বার সহ আপনার সমস্যা বিস্তারিত লিখে আমাদের ই-মেইল করুন ( digitallawfirmlimited@gmail.com ) অথবা চেম্বারে সরাসরি চলে আসুন।

ডিজিটাল ল’ অ্যান্ড কনসালট্যান্সি ফার্ম লিমিটেড 

প্রধান কার্যালয় : উত্তর খামের, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০
মোবাইল:  01711113852 , 01910112983