চলাফেরায় নিয়ে আসুন ভদ্রতা


নিউজ সমাহার প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ন /
চলাফেরায় নিয়ে আসুন ভদ্রতা

প্রতিদিনের চলাফেরায় নানা রকম বিষয় চলে আসে। নিয়ম-রীতির বেলায় হয়তো তা ছোটখাটো, কিন্তু মেনে চললে ‘অভদ্র’ ট্যাগটি আপনার নামের পাশে লেগে যাবে না। তেমনই কিছু নিয়মকানুন জেনে নিন।
ফোন করুন
শহুরে জীবনে চমকে দেওয়ার জন্য বেড়াতে যাওয়া অনেক সময় বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। এ কারণে কারও বাড়িতে বেড়াতে যাওয়ার আগে অবশ্যই একবার ফোন দিয়ে আপনার আগমনের খবরটি জানিয়ে রাখুন। সম্ভব হলে এক দিন আগেই জানিয়ে দিন। এতে তিনিও আপনাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিতে পারবেন।
দরজায় আওয়াজ করা
বাড়ির যেকোনো ঘরে ঢোকার আগে দরজায় টোকা দেওয়া উচিত। ঘরের ভেতরে যত প্রিয় ব্যক্তিই থাকুক না কেন, এটি আদবকেতার গুরুত্বপূর্ণ অংশ। বাড়ির সবচেয়ে ছোট সদস্যটিও যেন এই আচরণ মেনে চলে, সেদিকে খেয়াল করুন। অভ্যাস গড়ে তুলুন।
লিফটে ওঠা-নামা-যাওয়া
লিফটে ওঠা-নামার সময় কিছু নিয়ম মেনে চলা উচিত। লাইনে দাঁড়ানো, লাইন ভেঙে আগে উঠে না পড়া, লিফটের ভেতরে থাকা মানুষকে আগে নামতে দেওয়া, লিফটে ওঠা-নামার সময়ও লাইন মানা ইত্যাদি। সিনেমা হল, থিয়েটার, কনসার্টে নিজের আসনটিতে যাওয়ার সময় অনেক মানুষ পার হতে হয়। এ সময় আসনগুলোর দিকে মুখ করে যাওয়াই ভদ্রতা।
বুঝে কথা বলুন
পোশাকটি সুন্দর। প্রশংসা এই পর্যন্ত থাকলেই ভালো। পোশাকটির দাম কত? এই প্রশ্নে অনেকেই বিব্রত হয়ে যায়। উত্তর এড়াতে এটি উপহার হিসেবে পেয়েছি শোনার পরও থামেন না অনেকে। যদি আপনার মনে হয় অপর দিকে থাকা ব্যক্তি অহেতুক প্রশ্ন করে আপনাকে বিব্রত করছেন, ভদ্রভাবেই জানিয়ে দিন, এ বিষয়ে কথা বলতে আপনি চাইছেন না। সমাজের অনেকেই আছেন, যাঁরা বুঝে না বুঝে অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে জানার চেষ্টা করেন। এ অভ্যাস থাকলে এখনই পরিত্যাগ করুন।
দূরত্ব বজায় রাখুন
যতই কাছের সম্পর্ক হোক না কেন, কিছুটা দূরত্ব বজায় রাখা ভালো। অন্যদের সঙ্গে তেমন ব্যবহারই করুন, যেমন ব্যবহার আপনি তাঁদের কাছ থেকে আশা করছেন। কর্মক্ষেত্র বা পরিবার—সব ক্ষেত্রেই নিজের গ্রহণযোগ্যতা বোঝাও জরুরি। কর্মক্ষেত্রে ব্যক্তিগত বিষয়গুলো টেনে না আনাই বুদ্ধিমানের কাজ হবে।
আস্তে কথা বলুন
কর্মক্ষেত্র, রেস্তোরাঁ, রাস্তা, দাওয়াতে বা যেখানেই থাকুন না কেন, চেষ্টা করুন নিচু স্বরে কথা বলার। পুরুষ বা নারী সবার জন্যই এই নিয়ম। আপনার জোরে কথা বলার কারণে পাশের মানুষটি যেন কোনোভাবেই বিরক্ত না হয়।
পরিচয় করিয়ে দিন
পুরোনো কোনো বন্ধু কিংবা পরিচিতজনের সঙ্গে রাস্তায় দেখা। কুশল বিনিময় পর্ব শেষ করে টুকটাক কথা বলে হাঁটা শুরু করলেন। কাছে থাকা ভাই, বোন কিংবা স্ত্রীকে ওই মানুষের সঙ্গে কিন্তু আর পরিচয় করালেন না। আপনি হয়তো মনে করছেন, এটা কোনো বিষয় নয়। কিন্তু এটা অভদ্রতার পর্যায়েই পড়ে। রাস্তায় হঠাৎ দেখা হওয়া মানুষটির সঙ্গে পাশে থাকা মানুষটির পরিচয় করিয়ে দেওয়া ভদ্রতা। আপনি যে দুজনকেই সম্মান দিচ্ছেন পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে, সেটাই প্রকাশ পায়। কারণ, দুজনেই মনে করতে পারেন, আপনি তাঁকে যোগ্য মনে করছেন না অপর দিকে থাকা মানুষটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
পরচর্চা নয়
কারও ব্যবহারে বিরক্ত হলে, কষ্ট পেয়ে থাকলে সেই ব্যক্তিকেই সরাসরি বলুন। অন্যদের সঙ্গে পেছনে পরচর্চা করা আদবকায়দার মধ্যেই পড়ে না।

সূত্র: ব্রাইটসাইড