স্বযাপন-ড. সফিকুল ইসলাম।
নিউজ সমাহার
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৩, ১১:৫৩ অপরাহ্ন /
০
যার কেউ নেই সে একা খায়, একা ঘুরে
একা একাই মশারি টানায়, ঘুমায়, শাওয়ার নেয়
জ্বরে প্রলাপ বকে, মাথায় পট্রি দেয়
কেটে গেলে নিজেই ব্যান্ডেজ দেয়, সেলাই করে।
একা একা দু:খবিলাপ করে, হাওয়াতে আশা ওড়ায়
দূরাশাকে ছাই দিয়ে শরবত বানিয়ে গিলে
একা বিপদ মোকাবিলা করে, আপদ দূর করে
নিজকে নিজে হাগ দেয়, নিজের গোয়া নিজেই মারে।
এমনকি কপোলে অশ্রু শুকিয়ে গেলে আস্তিনে নিজেই মুছে,
সব একা একা করে। যাপন করে, বপন করে, রোপন করে
স্বপন করে, গ্রহণ করে, অর্পণ করে, এবং মেহন করে।
এগুলো চমক না, বরং স্বাভাবিক বিষয়।
আচানক বিষয় হলো
যার সকলই আছে, সে যখন এগুলো সব একা একাই করে।
চারপাশের কাছে থাকা সবাইকে দূরগ্রহের বাসিন্দা বানিয়ে
নিজের জীবন নিজেই ফালি ফালি কেটে
পিঁয়াজ-মরিচে-লবনে ভর্তা বানিয়ে
দু:খ বিলাস করে, সুখ উপভোগ করে।
আপনার মতামত লিখুন :