গাজীপুরে রোটারি ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ


নিউজ সমাহার প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৩, ৮:৪০ অপরাহ্ন /
গাজীপুরে রোটারি ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

মোহাম্মদ মনজুরুল হক গাজী: গাজীপুরে রোটারি ক্লাব অব গাজীপুরের উদ্যোগে এবং সিটি ব্যাংকের সহযোগিতায় শনিবার (১৬ শনিবার) সকালে মহানগরীর ৩১ নং ওয়ার্ডের ধীরাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ছাতা, শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়েছে। রোটারি ক্লাবের সেবাধর্মী সার্ভিস প্রজেক্টের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ কায়সার।

রোটারি ক্লাব অব গাজীপুরের প্রেসিডেন্ট মোঃ নজরুল ইসলাম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন
ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট-বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ মাহবুব মোর্শেদ কাজল, ক্লাবের চার্টার্ড মেম্বার অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, ক্লাবের নির্বাহী সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম, রোটারিয়ান খোরশেদুল আলম রুবেল, রোটারিয়ান হোসনে আরা পুতুল,সিটি ব্যাংকের গাজীপুর শাখার ম্যানেজার রাশেদুর রহমান, রোটারিয়ান মনজুরুল হক গাজী, রোটারিয়ান কাজী কুদ্দুস আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আনজুম প্রমুখ।

উল্লেখ্য,  বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর প্রায় পাঁচশত ছাত্র-ছাত্রীদের মধ্যে এসব সামগ্রী ও খাবার বিতরণ করা হয় এবং স্কুল শিক্ষকদের উন্নত মানের ছাতা গিফট করা হয়।এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।