প্লেয়ার – মোঃ ইবাদুল হাসান (ইবু)


নিউজ সমাহার প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৩, ৯:৪১ অপরাহ্ন /
প্লেয়ার – মোঃ ইবাদুল হাসান (ইবু)
মাঠ কাঁপিয়ে খেলছে ওরা
বিশ্ব সেরা প্লেয়ার,
সবকিছু তাই গিলে খায়,
নিমেষে সব করেন সাবাড়।
দূর্নীতিতে হচ্ছে বলী
দেশের কত জনগন,
জিরো থেকে হচ্ছে হিরো
নেতার নেতা সর্বক্ষণ।
দ্রব্য মূল্য আকাশ ছোঁয়া
সব জায়গাতে সিন্ডিকেট।
এত খেয়েও কোনমতে,
ভরছে নাতো ওদের পেট।
কিছু মানুষ হঠাৎ করে
বদলে ফেলে নিজেকে,
অনাহারে অর্ধাহারে গরীব
মরে ধুঁকে ধুঁকে।
সব হারিয়ে রসাতলে
যাকনা সোনার দেশটা
কিচ্ছুটি তার যায় আসেনা
খুব যে বেশি তেষ্টা।