অথৈ জলে- মোঃ ইবাদুল হাসান (ইবু)


নিউজ সমাহার প্রকাশের সময় : জুন ১৯, ২০২৩, ৮:৫৬ পূর্বাহ্ন /
অথৈ জলে- মোঃ ইবাদুল হাসান (ইবু)
বাবা তোমার আঙুল ধরে
শক্ত করে খুব,
নাইতে নেমে দীঘির জলে
দিয়ে যেতাম ডুব।
তোমার খোকন ভেসে না যায়
রাখতে আমায় ধরে,
বাবাই এখন হারিয়ে গেল
আমায় রেখে দুরে।
বাবার স্নেহ ভালোবাসা,
কল্পনারই আধার,
শক্ত হাতের পরশ মাখা
পাইনা ফিরে আর!!
বাবার মুখের মিষ্টি হাসি
কেবল কল্পনায়,
ব্যথায় ভরা দিন কেটে যায়
নিরব নিরালায়।
সেই দীঘিটা আজও আছে
আজও আমায় ডাকে,
পারে পারে ঘুরে বেড়াই
দুঃখের দোলা শোকে।
দিন ফুরিয়ে আঁধার নামে
যাচ্ছে জীবন চলে
ইচ্ছে করে হারিয়ে যাই
দীঘির অথৈ জলে।