অসার – মোঃ ইবাদুল হাসান (ইবু)


admin প্রকাশের সময় : জুন ৩, ২০২৩, ৯:৪৩ পূর্বাহ্ন /
অসার – মোঃ ইবাদুল হাসান (ইবু)
আদার কেজি তিনশো টাকা
আশি টাকা পেঁয়াজ,
বাজার থলে হাতে নিলে
বিগড়ে যায় মেজাজ।
এমনিতে যায় সারা বেলা
রোদ ঝলসানো গরম,
বিদ্যুত নাই লোডশেডিং এ
ভোগান্তীটা চরম।
আয় তুলনায় ব্যয় বেড়েছে
কয়েক গুন বেশি,
ঠান্ডা জল মাথায় ঢেলে
মনের দুঃখে হাসি।
কোথাও গেলে শান্তি নাই
অস্থিরতায় কাটে,
পাগল প্রায় মানুষ গুলো
দিগবিদিক ছোটে।
চারিদিকের এই অবস্হায়
শরীরটা হয় অসার,
এসব চিন্তায় দিনে দিনে
বাড়ছে ব্লাড প্রেশার।