৪.৬২ বিলিয়ন ডলার আফগানিস্তানে মানবিক সহায়তা প্রয়োজন: জাতিসংঘ


admin প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৩, ৯:৪৮ অপরাহ্ন /
৪.৬২ বিলিয়ন ডলার আফগানিস্তানে মানবিক সহায়তা প্রয়োজন: জাতিসংঘ

২০২৩ আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য ৪ দশমিক ৬২ বিলিয়ন ডলার প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় সংস্থা (ইউএনওসিএইচএ)৷

সংস্থাটির তথ্যমতে, আফগানিস্তানের জনগণের জন্য মানবিক সহায়তা বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। খবর তোলো নিউজের।

ইউএনওসিএইচএ আরো জানিয়েছে, আফগানিস্তান টানা তৃতীয় বছর অনাবৃষ্টির মোকাবিলা করছে। অর্থনৈতিক দূর্দশার দ্বিতীয় বছর অতিবাহিত করছে। কয়েক দশক ধরে চলা যুদ্ধ এবং বারবার প্রাকৃতিক দুর্যোগের পরিণতিতে এখন ৪ দশমিক ৬২ বিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তা জরুরিভিত্তিতে প্রয়োজন।

কাবুলের বাসিন্দা কারিমদাদ একজন নিম্ন আয়ের মানুষ।  অর্থনৈতিক সংকটের মোকাবিলার পাশাপাশি বেকারত্ব তার সমস্যা আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন তিনি।

কারিমদাদ বলেন, আমরা ইউএনওসিএইচএকে আমাদেরকে সাহায্য করতে এবং আমাদের চাকুরির ব্যবস্থা করতে আহবান করছি।

এদিকে তালেবান সরকারের অর্থ মন্ত্রণালয়ের ডেপুটি আব্দুল লতিফ নাযারি আন্তর্জাতিক অঙ্গনকে তালেবান সরকারের অধীনে মানবিক সহায়তা চলমান রেখে আরো জোরদার করার এবং এটিকে রাজনীতির অংশ না বানানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনকে অবশ্যই মানবিক সহায়তার মতো বিষয়গুলোকে রাজনীতির বাইরে রাখতে হবে এবং আফগানিস্তানের মানুষকে সহায়তা দিতে হবে,এবং তা চলমান রাখতে হবে।

অর্থনীতিবীদরা জানিয়েছেন যে, আফগানিস্তানে দারিদ্র্যতা কমাতে অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন করা প্রয়োজন।

অর্থনীতিবিদ আব্দুন নাসের রেশতিয়া বলেন, দেশে দারিদ্র্যতার হার কমাতে আন্তর্জাতিক অঙ্গনের উচিত আমাদের অর্থনৈতিক সহায়তা দিয়ে সাহায্য করা।

আরেক অর্থনীতিবিদ নাযোক মীর যিয়ারমার বলেন, যখন বড় বড় অর্থনৈতিক প্রকল্প পূনরায় চালু হবে এবং জনগণের জন্য চাকরির ব্যবস্থা করা হবে, তখন অর্থনৈতিক স্থিতি আমরা খুঁজে পাব।

ইতোপূর্বে জাতিসংঘসহ অন্যান্য সংস্থা আফগানিস্তানে দারিদ্র্যতার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ জানায়, আফগানিস্তানে প্রায় ২৮ মিলিয়ন মানুষ দারিদ্র্যসীমায় জীবনযাপন করছে।