কুসুম কাননে পুষ্প সুবাসে ভরা,
অন্তরে উড়ে জান্নাত মনোহরা,
ধন্য,পেয়ে পবিত্র মাহে রমজান,
আমলে করেছে মানবেরে মহান।
প্রভু দিয়েছো উত্তম জ্ঞান,
করেছ মুসলমান,
দাও গো মজবুত ঈমান,
সিয়াম সাধনায় বাধিতে ধ্যান,
মোরা থাকবো না অজ্ঞান।
রাজাধিরাজ হাকিমীন তুমি,
দয়া করো আমাদের,
ঈমানের শিকল বেড়ি পরিয়ে,
সিয়াম সাধনায় বন্দী করো মোদের।
মানব দেহ সাজিয়েছো রঙিন ঘুড়ি,
প্রাণবন্ত বাতাসে যেতে চায় উড়ি-উড়ি,
বেখেয়ালি মোরা-
শয়তানের গোঁড়া,
নাটাই ধরে টান দিওনা,
জান্নাতের স্বীকৃতি বিনা।
দেহের ভিতর সাজিয়ে আত্মা রাজা,
আত্মার বাহিরে সর্ব অঙ্গ-প্রত্যঙ্গ প্রজা,
পাপীষ্ঠ দেহ ঘুণে ধরা,
দেহের কি দোষ মন ছন্নছাড়া।
হে রাব্বে কারীম,
রমজানের বরকতে,
গুনাহ রাজ্য করে শূণ্য-
আমলনামা করে দাও পরিপূর্ণ।
নদীর স্রোত দিনরাত চলে.
হায়াত কমেছে পারিনি ফেরাতে.
বয়স ধরতে গিয়ে পারিনি মোরা.
নিয়তি করেছে কবর ইশারা।
দুনিয়ার মোহ মিছে মায়া জালে
বিনিময়ে শুনি যেন আযাবের ধ্বনি,
ভুলে গেছি চিরসংসারের আত্মচেতনা,
দয়াময় মালিক খোদা.
ক্ষণস্থায়ী ব্রেনে দিও মোদের চিরস্থায়ীর শিক্ষা,
মোরা এতিম উম্মত গরীব অসহায়,
দোয়া মাগি মনের সর্ব নেক আশা দিও ভিক্ষা।
দেখেছ কি?বছর ঘুরে রমজান এলো,
গহীন অজানার দেশে আপনজন,
ফিরে নাহি আসিল।
অসহায় ভিখারির মত আশায় রইল ,
টাকা নহে দোয়া সহে, আমলনামা বন্ধ,
আঁখি থাকিতে মোদের নয়ন অন্ধ।
মানবদেহে ইবলিশ বনেছে ক্রাশ,
অদৃশ্য রগে মিশে তারি বসবাস।
দিন রাত শয়তান এগার মাস সহিত,
রমজানে জেগো উঠ মুমিন মুসলমান,
সাবালক সুস্থ দিনে খায় শয়তান
ওহে মুসলমান সাবধান সাবধান।
আজানের ধ্বণিতে অনুতাপ হয়নি মোদের,
প্রিয় জন যদি মোদের দিতো কল,
ধরিতে না পারার আক্ষেপ ধড়ফড় ,
বিবেক মোদের মর্মর-
চিনিনি আল্লাহর ঘর।
ইয়া গাফফার ইয়া জব্বার মালিক,
মোদের দোষ প্রকাশ করো না,দেবে বনবাস,
গীবত জঘন্য পাপ বিষ নিঃশ্বাস,
খেতে চাও মৃত ভায়ের লাশ?
নামাজ রোজা সাহরি ইফতার,
সর্ব অঙ্গ এবাদত হবে বিনাশ।
হে পরওয়ারদিগার রমজানে রোজা করেছো ফরজ,
ধন্য হোক তোমার আরশ,
সূর্যের আলোতে –
পিপাসা খিদায় বুক ফাটে হায়,
তোমার নিয়ামত তখন বুঝা যায়।
অন্তর্যামী প্রভু তুমি দিলের দিলদার
অনন্তকালের আপন তুমি বান্দার।
আরশে আজিম মালিক খোদা
কেহ পার হবে নাকো তোমার দয়া ছাড়া,
হেদায়েতের মহতাজে করো ইশারা।
মোদের দয়ার সাগর মালিক আল্লাহ,
রহমত, মাগফিরাত,নাজাতের উত্তম প্রতিদান দিও মোদের,
খোদা তুমি ছাড়া আপন বলতে কেউ নেই আমাদের।
আপনার মতামত লিখুন :