স্ক্রীন রেকর্ডার

Visits: 2

NSL বাংলা : আমরা অনেকেই ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করে থাকি। হোক সেটা গেমিং করতে অথবা কোডিং করতে। আমাদের কিন্তু অনেক ক্ষেত্রেই স্ক্রীন রেকর্ডারের দরকার পরে আর এইবার আপনাদের সামনে সেগুলোই হাজির করতে চলেছি। চলুন দেখে নেই ২০২১ সাল পর্যন্ত যে যে স্ক্রীন রেকর্ডিং সফটওয়্যার জনপ্রিয়তা পেয়েছে বিশ্বজুড়ে।

ওবিএস স্টুডিও

ওবিএস স্টুডিও অনেকের কাছেই বেশ জনপ্রিয়। আর এটা একেবারেই ফ্রি। মানে আপনাকে এটা ব্যবহার করতে কোনপ্রকার টাকা খরচ করতে হবে না। আর এই সফটওয়্যার বেশ লাইট একটা সফটওয়্যার যা যেকোন এন্ট্রি লেভেল কম্পিউটারেই ব্যবহার করা যাবে। এবং এর ব্যবহারবিধিও বেশ সহজ তাই স্ক্রীন রেকর্ডিং এ নতুন হলেও বেশ সহজেই করা যাবে দুরদান্ত কোয়ালিটির স্ক্রীন রেকর্ডিং। আর এই সফটওয়্যার লিনাক্স, ম্যাক এবং উইন্ডোজ এই ব্যবহার করা যাবে। এটাকে আপনি মিক্সার হিসেবে ব্যবহার করতে পারেন, টুইচ এ স্ট্রিইমিং করতে পারেন এইটা দিয়ে, আবার ইউটিউবের জন্যও এটা ব্যবহার করতে পারেন।

এপাওয়ারফট আল্টিমেট

প্রথমেই বলে নেই যে এই সফটওয়্যার একটি প্রিমিয়াম সফটওয়্যার তাই যারা টাকা খরচ করতে চান না তারা চাইলে এই রেকর্ডারের পার্ট স্কিপ করে নিচেরগুলো পরে ফেলতে পারেন। এই সফটওয়্যার ব্যবহার করতে আপনাকে বছরে প্রায় মার্কিন ৬০ ডলার খরচ করতে হবে। তবে এই খরচের বিনিময়ে আপনি যা পাবেন তা হলো, উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রোইড এবং আইওএস এ ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, মাত্র ৬০ ডলারের বিনিময়ে আপনি পাচ্ছেন উপরের অপারেটিং সিস্টেমের ডিভাইসে এই সফটওয়্যার ১ বছর ধরে ব্যবহারের সুযোগ। তবে এর আরও বেশ কিছু ফিচার আছে যেগুলো নিয়ে পরে একবার আলোচনা করা হবে।

স্ক্রীন কাস্ট-ও ম্যাটিক

এই রেকর্ডারটির জনপ্রিয়তার কারণ হলো এটি একটি অনলাইন রেকর্ডার তাই এটি ইন্সটল করার কোন দরকার পরে না। আবার এটিকে একটি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশানও বলা চলে। কেননা এতে আপনি স্ক্রীন রেকর্ডের পাশাপাশি বেশ কিছু বেসিক এডিটিং করতে পারেন। আর এতে আপনি চাইলে ওয়েবক্যামও আনতে পারেন। এবং এই অ্যাপ্লিকেশান ব্যবহার করতে হলে আপনার মাসে প্রায় মার্কিন ১.৫ ডলার খরচ করতে হবে। তবে প্রায় ১.৫ ডলার খরচ করে আপনি উইন্ডোজ, ম্যাক, ক্রোম ওএস এবং আইওএস এ ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, এর ফ্রি ভার্সনও রয়েছে তবে তাতে আপনি এর পুরোটা সুবিধা নিতে পারবেন না।

এস থিংকার

এই অ্যাপ্লিকেশান একটু বেশিই প্রোফেশনাল। এটি একটি ওয়েব বেইজড স্ক্রীন রেকর্ডিং অ্যাপ্লিকেশান আর এইটা স্টক ট্রেন্ড বা এই জাতীয় জিনিস রেকর্ড করতে ব্যবহার করা হয়। আর এইটা আপনি ফ্রিতেও ব্যবহার করতে পারেন আবার ৪০ ডলার খরচ করে প্রিমিয়াম সেবা নিতে পারেন। আর অবশ্যই আপনি যখন ফ্রিতে ব্যবহার করবেন তখন আপনি বেশ কিছু ফিচার থেকে  বঞ্চিত থাকবেন।

স্ক্রীনফ্লো

আপনি যদি অ্যাপল ব্যব্যহারকারী হয়ে থাকেন তাহলে আপনার স্ক্রীনফ্লো অনেক ভাল লাগবে কেননা এটি মূলত ম্যাক এবং আইওএস এ ব্যব্যহারউপযোগী স্ক্রীন রেকর্ডার। এইটার ইউয়াই বেশ ভাল এবং এতে কিছু এডিটিং ফিচারও দেওয়া আছে। আপনি যদি হাই কোয়ালিটি রেটিনা ভিডিও বানাতে চান তাহলে এইটা ব্যবহার করতে পারেন। তবে এইটা ব্যবহার করতে হলে আপনাকে প্রায় ১৩০ ডলার খরচ করতে হবে। তাছাড়া আপনি এটা ব্যবহার করতে পারবেন না।

 

For You, With You, For Ever…. 

সমাহার ডট নেট-এর  পণ্য সামগ্রী ও সেবা পেতে রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।

  • অ্যাপ, সফটওয়্যার, ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং ও ডোমেইন হোস্টিং রেজিস্টেশন করা হয়।
  • নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ফ্যাশন, পারফিউম, মেডিসিন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, টিভি, ক্যামেরা, মোটরবাইক, আসবাবপত্র, এপার্টমেন্ট, বাণিজ্যিক এবং আবাসিক প্রপাটির পাশাপাশি জমি ও প্লট সুলভ মূল্যে বিক্রি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের জন্য নিবেদিত বিভিন্ন রকমের সার্ভিসগুলো দেয়া হয়।
  • আমাদের রিসেলার হয়ে অবসর সময়ে বিনিয়োগ ছাড়া, দৈনিক শুধু ৩-৪ ঘন্টা সময় দিয়ে নিশ্চিত পেসিভ ইনকাম করুন। ৬/৭ মাস নিয়মিত সময় দিলে অবশ্যই মাসিক ৩০ থেকে ৫০ হাজার টাকা ইনকামের নিশ্চয়তা রয়েছে।
  • আকর্ষণীয় কমিশনে ডিলার, এজেন্ট ও সেলার সেন্টার দেয়া হচ্ছে…

এছাড়াও আপনি আপনার ব্যবসার জন্য ট্রেডিশনাল মার্কেটিং অথাৎ সরাসরি আপনার ব্যবসার প্রচার করাতে চাইলে। সমাহার ডট নেট এর সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ডিজিটাল মার্কেটিং অথবা ট্রেডিশনাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল অথবা ট্রেডিশনাল সুবিধা নিতে পারবেন।

আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি  রিসেলার, সেলার সেন্টারে সরাসরি যোগাযোগ করুন।  তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি পরামর্শ পাবেন।

সমাহার ডট নেট লিমিটেড

⌂ প্রধান কার্যালয়ঃ উত্তর খামের, কাপাসিয়া, গাজীপুর – ১৭৩০

মোবাইলঃ ০১৭১১১১৩৮৫২ , ই-মেইলঃ support@samahar.net

আশা করি এই পোস্টটিতে আপনাকে দরকারী কিছু তথ্য দিয়েছি।যদি দরকারী মনে হয়ে  থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না কেননা আপনাদের প্রতিটি শেয়ার আমাদের অনেক সাহায্য করে। পরবর্তী পোস্ট পাওয়ার জন্য সাথেই থাকুন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *